অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম (এএমএস)

- ওয়েস্ট কাফরুল, মিরপুর

  • কোর্সের মেয়াদ : 3 months
  • কোর্স ফী : ১৫০০০
  • ক্লাসের সময় : শুক্র ও শনিবার - রাত ০৮.৩০টা-১০.৩০টা
  • ক্লাস শুরুর তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৫

অভিজ্ঞতা অর্জন হয় দক্ষতা বৃদ্ধির মাধ্যমে। আর দক্ষতাই পারে সাফল্যের শিখরে পৌঁছে দিতে। তাই সময় নষ্ট না করি, দক্ষতা বৃদ্ধি করি।

কোর্সের বিস্তারিত সম্পর্কে জানতে আমাদের নিচের ফর্মটি পূরণ করুন

অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম (এএমএস)

বর্তমানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, ফার্ম ও কর্পোরেট সেক্টরে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম (AMS) এর চাহিদা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ডিজিটাল ট্রান্সফরমেশনের ফলে দক্ষ একাউন্টিং ম্যানেজার এবং সফটওয়্যার-ভিত্তিক হিসাব রক্ষণাবেক্ষণকারী প্রফেশনালদের চাহিদা ব্যাপক। ফ্রিল্যান্সিং, ব্যাবসা প্রতিষ্ঠান, এনজিও, ও ই-কমার্স কোম্পানিগুলোতে AMS জানা প্রফেশনালদের জন্য চাকরি ও আয়ের সুযোগ তৈরি হচ্ছে। তাই AMS কোর্স করে কেউ নিজেকে একজন দক্ষ ফিনান্স এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে, যার চাহিদা দেশ-বিদেশে ক্রমাগত বাড়ছে।

কোর্স ডিটেলস ভিডিও

200

গ্রাডুয়েটস

48 ঘন্টা

ক্লাস আওয়ার্স

24

লেকচার

২৪/৭

অনলাইন সাপোর্ট

আমাদের কোর্স কারিকুলাম

AMS কোর্সের কারিকুলামে অন্তর্ভুক্ত আছে ব্যাংকিং মডিউল, পারচেজ সাইকেল, প্রোডাক্ট ও সার্ভিস ম্যানেজমেন্ট, বাজেটিং ও ফোরকাস্টিং। এছাড়াও থাকবে বিলিং, ইনভয়েসিং, পেমেন্ট ম্যানেজমেন্ট, ভ্যাট-ট্যাক্স হিসাব, ও ইনভেন্টরি কন্ট্রোলের মতো গুরুত্বপূর্ণ বিষয়। আধুনিক অ্যাকাউন্টিং সফটওয়্যার (যেমন: Tally, QuickBooks) ব্যবহার করে হাতে-কলমে প্র্যাকটিসের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করবে যা কর্পোরেট, ব্যাংকিং ও বিজনেস সেক্টরে ক্যারিয়ার গঠনে সহায়তা করবে।

  • Banking Module
  • VAT/GST Management
  • Product and Survive Management
  • Budgeting & Forecasting
  • Data exports and collaboration
  • ০%
  • ২৫%
  • ৫০%
  • ৭৫%
  • ১০০%

Banking Module

ব্যাংকিং মডিউলে শেখানো হবে কিভাবে একটি প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টসমূহ সঠিকভাবে পরিচালনা করতে হয়। এর মধ্যে থাকবে ব্যালান্স রিকনসিলিয়েশন, চেক ইস্যু ও ডিপোজিট, অনলাইন ব্যাঙ্ক স্টেটমেন্ট ইমপোর্ট, ব্যাংক ট্রান্সফার এবং স্বয়ংক্রিয় ব্যাঙ্ক লেনদেন সমন্বয়। এই অংশটি ফিনান্স বিভাগে যারা কাজ করতে চান, তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক ব্যাংকিং কার্যক্রমে দক্ষতা অর্জন করতে পারবে।

VAT/GST Management

এই মডিউলে শেখানো হবে কীভাবে সঠিকভাবে ভ্যাট ও জিএসটি (GST) হিসাব করা হয় এবং তা সরকারের নির্ধারিত রুল অনুযায়ী রেকর্ড ও রিপোর্ট করা হয়। শিক্ষার্থীরা শিখবে বিভিন্ন রেট অনুযায়ী ভ্যাট অ্যাপ্লাই করা, ইনভয়েসে ভ্যাট অন্তর্ভুক্ত করা, মাসিক বা বার্ষিক ভ্যাট রিপোর্ট তৈরি, এবং রিটার্ন সাবমিশনের পদ্ধতি। এটি যেকোনো প্রতিষ্ঠানের আইনগত আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Product and Survive Management

এই অংশে শিক্ষার্থীরা শিখবে কীভাবে প্রোডাক্ট ও সার্ভিস তালিকা তৈরি করতে হয়, স্টক ট্র্যাক করা যায় এবং প্রতিটি আইটেমের মূল্য ও বিবরণ সঠিকভাবে সংরক্ষণ করা যায়। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সার্ভিস চার্জ হিসাব এবং গ্রাহক অনুযায়ী সার্ভিস ডেলিভারি ট্র্যাকিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখানো হবে। এই স্কিল ব্যবসা প্রতিষ্ঠান ও ই-কমার্স মডেল পরিচালনায় বিশেষভাবে সহায়ক।

Budgeting & Forecasting

বাজেটিং ও ফোরকাস্টিং মডিউলে শিক্ষার্থীরা শিখবে কীভাবে একটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ আয় ও ব্যয় পরিকল্পনা করা হয় এবং সেই অনুযায়ী বাজেট নির্ধারণ করা যায়। এতে থাকবে মাসিক/বার্ষিক বাজেট তৈরি, খরচ বিশ্লেষণ, লক্ষ্যভিত্তিক পূর্বাভাস তৈরি এবং রিপোর্ট বিশ্লেষণ। ব্যবসার টেকসই পরিচালনার জন্য এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে এই মডিউল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Data exports and collaboration

এই মডিউলে শেখানো হবে কীভাবে অ্যাকাউন্টিং সংক্রান্ত ডেটা Excel, CSV, PDF কিংবা অন্যান্য ফরম্যাটে এক্সপোর্ট করা যায় এবং তা টিমের অন্যান্য সদস্য বা ক্লায়েন্টদের সঙ্গে শেয়ার করে কার্যকর টিমওয়ার্ক নিশ্চিত করা যায়। এতে থাকবে অ্যাকসেস কন্ট্রোল, ইউজার পারমিশন সেটআপ এবং ক্লাউড-ভিত্তিক রিপোর্টিং সিস্টেম ব্যবহার। এই অংশটি রিমোট ও কল্যাবোরেটিভ কাজের জন্য অত্যন্ত কার্যকর।

কোর্স মেন্টর

মোহাম্মদ খন্দকার ইউসুফ হোসাইন

মেন্টর - Finance Consultant

প্রশিক্ষণ দিয়েছেন : 1500

মোহাম্মদ খন্দকার ইউসুফ হোসাইন, একজন অভিজ্ঞ ফাইন্যান্স কনসালটেন্ট, রিটেইল ব্যাংকিং ও ডিজিটাল ট্রান্সফরমেশন এক্সপার্ট, যার ১৫ বছরেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ ও সৌদি আরবের নামকরা প্রতিষ্ঠানে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ শেষ করে বাংলাদেশ থেকে সৌদি আরব—দুই দেশের নামীদামি প্রতিষ্ঠানে (ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, MAR হোল্ডিং) গুরুত্বপূর্ণ আর্থিক প্রজেক্ট সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। ব্যাংকিং অপারেশন, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং এআই-ভিত্তিক প্রসেস অটোমেশনে তাঁর রয়েছে এক অনন্য দক্ষতা।ইউসুফ ৩০টিরও বেশি প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেছেন, যেখানে ১,৫০০-এরও বেশি পেশাজীবীকে প্রশিক্ষণ দিয়েছেন ব্যাংকিং পণ্য, আধুনিক ফাইন্যান্সিয়াল সিস্টেম এবং ডিজিটাল টুলস সম্পর্কে। তিনি AI Prompt Engineering, Strategic Planning এবং QuickBooks, Xero ও Zoho Books-এর মতো অ্যাডভান্সড অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহারে সার্টিফায়েড। তাঁর মূল লক্ষ্য— পেশাজীবীদের এবং প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর, উদ্ভাবনী এবং কৌশলগতভাবে দক্ষ করে গড়ে তোলা। তার কাজ শুধু সংখ্যা নয়, গড়ে তোলে টেকসই সাফল্যের ইতিহাস।

কোর্সটা কি আপনার জন্য?

আপনি কি একজন শিক্ষার্থী?

পড়াশোনার পাশাপাশি আইটি কাজের বাস্তবমুখী শিক্ষা একজন শিক্ষার্থীর বর্তমান এবং ভবিষ্যতকে উজ্জ্বল করবে এবং বিভিন্ন সুযোগ সুবিধা বা কাজের সুযোগ করে দিবে এতে কোন সন্দেহ নেই। বরং পড়াশোনার পাশাপাশি অনেক শিক্ষার্থী বিভিন্ন খন্ডকালিন কাজ করতে চান। আইটি কোন কাজে দক্ষ হলে একজন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক মার্কেটে কাজ করতে পারেন এবং নিজের পড়াশোনার খরচ নিজেই বহন করতে পারেন।

আপনি কি একজন গৃহিণী?

অনেক শিক্ষিত গৃহিণী গৃহস্থালির কাজের পাশাপাশি কোন কাজ করে আয় করতে চান। কিন্তু তারা চাইলেও নানা সমস্যার কারণে কোন চাকুরী বা ব্যাবসায় যুক্ত হতে পারেন না। তাদের জন্য ফ্রিল্যান্সিং হতে পারে সবচেয়ে উপযুক্ত একটি মাধ্যম। একজন গৃহিণী আইটি দক্ষতা অর্জন করে প্রতিদিন বা সুবিধা মত সময়ে কাজ করে আয় এবং নিজের একটি পরিচয় তৈরি করতে পারেন।

আপনি কি একজন চাকুরীজীবী?

বর্তমানে চাকুরী করে অনেকেই হয়তো নিজের সকল প্রয়োজন মেটাতে হিমিশিম খাচ্ছে। অনেকে হয়তো চাকুরীই করতে চাচ্ছেন না, নিজের কিছু করতে চাচ্ছেন। অনেকে হয়তো চাকুরীর পরের সময় গুলো কাজে লাগাতে চাচ্ছেন। প্রতিদিন ৩/৪ ঘণ্টা সময় দিলে শিখবে সবাই এর যে কোন আইটি কোর্সের মাধ্যমে কাজ শিখে ফ্রিল্যান্সিং করে আপনার বাড়তি আয়ের চাহিদা মেটানো সম্ভব।

আপনি কি একজন উদ্যোক্তা?

আপনি যে কোন ব্যাবসা করেন না কেনো, আপনার বিভিন্ন আইটি কাজের প্রয়োজন হবেই। আপনার নিজের যদি ভালো কাজের আইডিয়া থাকে তবে সেটা অন্যের মাধ্যমে সফলভাবে সম্পন্ন করতে পারবেন। কিন্তু আপনি নিজে যদি কোন আইটি দক্ষতা না রাখেন, তাহলে বর্তমান সময়ে যে কোন ব্যাবসা বা নতুন কোন আইডিয়া নিয়ে কাজ করলে সাফল্য অর্জন করা খুবই কঠিন হয়ে যাবে।

শিক্ষার্থীদের জন্য বিশেষ সাপোর্ট ব্যাবস্থা

শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে বিভিন্ন টপিক ক্লাসের পরেও আরো বিস্তারিত জানতে চায়। ক্লাসে দেয়া এ্যাসাইনমেন্ট করার সময় কোন জায়গায় আটকে যেতে পারে। এই সময় একটু সাপোর্ট হলে তারা কাজ সফলভাবে সম্পন্ন করতে পারেন। আবার কোর্স শেষে ক্লায়েন্ট এর কাজ করার সময়েও সাপোর্ট প্রয়োজন হয়। তাই শিখবে সবাই তার সকল শিক্ষার্থীদের জন্য বিশেষ সাপোর্ট ব্যাবস্থার আয়োজন রেখেছে। এই সাপোর্ট লাইফটাইম সম্পুর্ন বিনামূল্যে প্রদান করা হবে।

অনলাইন লাইভ সাপোর্ট

প্রতিদিন নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীরা নির্ধারিত সাপোর্ট লিঙ্কে ক্লিক করে সাপোর্ট প্ল্যাটফর্মে জয়েন করতে পারবেন এবং সেখানে মেন্টর থাকবেন লাইভ সাপোর্ট দেওয়ার জন্য। নিজের স্ক্রিন শেয়ার করে বা স্কাইপ কলের মাধ্যমেও মেন্টর সাহায্য করবে।

অফলাইন সাপোর্ট

শিখবে সবাই এর যে কোন শিক্ষার্থী, সে অনলাইন লাইভ কোর্সের হোক কিংবা অফলাইন কোর্সের হোক। শিখবে সবাই এর যে কোন ক্যাম্পাসে সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সাপোর্টের জন্য আসতে পারবেন। ক্যাম্পাসে সাপোর্ট সেন্টারে বসে মেন্টর এর কাছ থেকে সরাসরি কাজ বুঝে নেওয়া যাবে।

আমাদের শিক্ষার্থীদের সফলতার গল্প

আমাদের শিক্ষার্থীরা কোথায় কাজ করেন?

সফল ভাবে স্কিল্ল ডেভ্লপমেন্ট এবং সফট স্কিল এর পরে আমাদের স্টুডেন্টরা পপুলার অনলাইন মারকেটপ্লেস আপওয়ার্ক (Upwork), ফাইবার (Fiverr), পিপল-পার-আওয়ার (PPH) সহ আরও অনেক জায়গায় সফল ভাবে ফ্রিলাঞ্চিং এর কাজের সাথে জড়িত। এছারাও লোকাল মার্কেটে ভালো পরিমাণ কাজের সাথেও জড়িত আছেন অনেকেই। আমাদের কোর্স গুলো ঠিক এমন ভাবে গঠিত যাতে একজন স্টুডেন্টরা অনলাইন এবং অফলাইন মার্কেটের জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারেন।

ফাইভার

নতুন শিক্ষার্থীদের জন্য ফাইভার মার্কেটপ্লেস খুবই জনপ্রিয়। কারন এখানে নতুনরা সহজেই ছোট ছোট কাজ দিয়ে নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন। এখানে কাজের নির্দিষ্ট প্যাকেজ বা গিগ করা থাকে যা ক্ল্যায়েন্ট এবং ফ্রিল্যান্সার উভয়ের জন্যই সুবিধাজনক।

আপওয়ার্ক

আপওয়ার্ক একটি বড় আন্তর্জাতিক কাজের বাজার। এখানে বড় বড় কোম্পানি গুলো আউটসোর্সিং করে কাজ করায়। আমাদের অনেক শিক্ষার্থী এই মার্কেটে টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন। তুলনামূলক এখানে কাজের মূল্য একটু বেশী পাওয়া যায়।

রিমোট জব

বিভিন্ন মার্কেটপ্লেসে ভালো মানের কাজ সরবরাহ করার ফলে আমাদের শিক্ষার্থীদের সাথে ক্লায়েন্ট এর অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। মার্কেটপ্লেসের বাইরেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ক্লায়েন্ট এর কাজ করে থাকেন আমাদের শিক্ষার্থীরা। এর ফলে অনেক ক্ল্যায়েন্ট মাসিক চুক্তি করে কাজ করায় যেটা চাকুরীর মতো।

লোকাল জব

আন্তর্জাতিক বাজার ছাড়াও বাংলাদেশেও কিন্তু আইটির বিভিন্ন কাজ থাকে। মূলত দেশীয় ছোট এবং মাঝারী ব্যাবসায়ি প্রতিষ্ঠান গুলো আউটসোর্সিং করেই কাজ করায়। আমাদের অনেক শিক্ষার্থী এরকম লোকাল অনেক কাজ করে থাকেন। এখন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সহজেই পেমেন্ট নেওয়া যায়। আবার চাইলে সরাসরি কথা বলেও অনেকে লোকাল বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন। এখানে সুবিধা হচ্ছে কাউকে কোন কমিশন দিতে হয় না যেটা উপরের সকল মাধ্যমেই প্রযোজ্য।

নিউজ কাভারেজ

প্রতিষ্ঠার পর থেকে আইটি সেক্টরে দক্ষতা উন্নয়নে সফলতার সাথে কাজ করছে দেশের শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সিং প্রশিক্ষন ইন্সটিটিউট শিখবে সবাই। এই দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি পাশে পেয়েছে দেশের স্বনামধন্য প্রায় সকল সংবাদমাধ্যমকে। শিখবে সবাই এর পাশে থাকার জন্য এবং সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য গনমাধ্যমের প্রতি রইলো কৃতজ্ঞতা।

কিভাবে শুরু করবেন?

শিখবে সবাইতে ভর্তি হতে ইচ্ছুক অনেকেই ভাবেন কিভাবে ভর্তি হবেন, ক্লাস করবেন, ক্লাসের প্রকৃয়াগুলো কি। এই প্রকৃয়াগুলো একদম সহজ এবং সুন্দর করে গড়ে তুলেছে শিখবে সবাই। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে সুন্দরভাবে তুলে ধরে হয়েছে।

আপনার পছন্দের কোর্সে পেমেন্ট করুন

আপনি যে কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, তার জন্য শুরুতেই পেমেন্ট করতে হবে। এই পেমেন্ট আপনি শিখবে সবাই এর যেকোনো অফিসে এসে করতে পারবেন। পাশাপাশি শিখবে সবাই এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি বিকাশ, রকেট অথবা নগদ ব্যবহার করেও বাসায় বসে পেমেন্ট করে মানি রিসিপ্ট পেতে পারেন। ঘরে-বাহিরে যেখানেই থাকেন না কেনো, খুব সহজেই আপনি এই প্রকৃয়া সম্পন্ন করতে পারেন।

আপনার ইমেইল চেক করুন

আপনি যদি ওয়েবসাইট অথবা বিকাশ/নগদ/রকেট ব্যবহার করে পেমেন্ট করেন, তাহলে ইমেইলে আপনার মানি রিসিপ্ট চলে যাবে। এছাড়াও আপনার ব্যাচের জন্য নির্ধারিত ফেসবুক গ্রুপ, ক্লাসের লিঙ্ক ইমেইলে দিয়ে দেয়া হবে। তাই, নিয়মিত ইমেইল চেক করুন।

নির্দিষ্ট সময়ে ক্লাস করুন

আপনাকে ইমেইলে দেয়া নির্ধারিত তারিখেই ক্লাস শুরু হবে। কোর্স করে ভালো কিছু শিখতে এবং সফল ফ্রিল্যান্সার হিসেবে গড়ে উঠতে নিয়মিত ক্লাস এবং এসাইনমেন্ট এর বিকল্প নেই। তাই, মেন্টর নির্দেশনা মেনে চলতে চেষ্টা করুন এবং নিয়মিত ক্লাস করুন।

কম্পিউটারের নুন্যতম যোগ্যতা

এই কোর্সটি করার জন্য বেসিক কম্পিউটার জানা থাকলেই চলবে। কারন মেন্টর একদম শূন্য থেকে সবকিছু শুরু করবেন যাতে করে একজন শিক্ষার্থী সবকিছু ভালোভাবে বুঝতে পারেন।

যোগাযোগ করুন

আপনার কোন প্রশ্ন থাকলে বা কোন কিছু জানার থাকলে নির্দিধায় নিচের ফর্মটি পূরণ করুন। আমাদের দক্ষ প্রতিনিধি আপনাদের সকল প্রশ্নের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। মাঝে মধ্যে আমাদের প্রতিনিধি রা ব্যাস্ত থাকার কারণে আপনার প্রশ্নের উত্তর পেতে দেরি হলে আমরা তার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। ততক্ষণে আপনি আমাদের ফেইসবুক পেইজ এবং ফেইসবুক গ্রুপ দেখতে থাকুন।