ফ্রীল্যান্কিং উইথ পাইথন ড্যাঙ্গ

- ওয়েস্ট কাফরুল, মিরপুর

  • কোর্সের মেয়াদ : 4 Months
  • কোর্স ফী : ২০০০০
  • ক্লাসের সময় : শুক্রবার ও শনিবার - রাত ৮.০০টা - ১০.০০টা
  • ক্লাস শুরুর তারিখ : ০৭ অক্টোবর ২০২৫

অভিজ্ঞতা অর্জন হয় দক্ষতা বৃদ্ধির মাধ্যমে। আর দক্ষতাই পারে সাফল্যের শিখরে পৌঁছে দিতে। তাই সময় নষ্ট না করি, দক্ষতা বৃদ্ধি করি।

কোর্সের বিস্তারিত সম্পর্কে জানতে আমাদের নিচের ফর্মটি পূরণ করুন

ফ্রীল্যান্কিং উইথ পাইথন ড্যাঙ্গ

বর্তমান সফটওয়্যার ডেভেলপমেন্ট ও আইটি ইন্ডাস্ট্রিতে Python Django ডেভেলপারদের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ওয়েব অ্যাপ্লিকেশন, ই-কমার্স প্ল্যাটফর্ম, এন্টারপ্রাইজ সল্যুশন থেকে শুরু করে এআই ও মেশিন লার্নিং ভিত্তিক প্রজেক্টেও Django ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বব্যাপী বিভিন্ন স্টার্টআপ, সফটওয়্যার কোম্পানি ও ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে দক্ষ Django ডেভেলপারদের জন্য অসংখ্য চাকরি ও আয়ের সুযোগ রয়েছে। Django কোর্স শেষ করে একজন শিক্ষার্থী সহজেই স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গড়তে পারবে এবং দীর্ঘমেয়াদে একজন ফুল-স্ট্যাক ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।

কোর্স ডিটেলস ভিডিও

100

গ্রাডুয়েটস

64 ঘন্টা

ক্লাস আওয়ার্স

32

লেকচার

২৪/৭

অনলাইন সাপোর্ট

আমাদের কোর্স কারিকুলাম

Python Django কোর্সের কারিকুলামে রয়েছে আধুনিক ওয়েব ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। শিক্ষার্থীরা শিখবে E-Commerce Homepage তৈরি, যেখানে বাস্তবভিত্তিক প্রজেক্টে কাজ করা হবে। Loops & Collections এর মাধ্যমে কোডিং লজিক শক্তিশালী হবে। Python OOP শেখানো হবে, যা Django Models বুঝতে অপরিহার্য। এরপর থাকবে Django-Oriented Concepts, Models & Database পরিচালনা এবং ডেটা ব্যবস্থাপনা। সর্বশেষে, শিক্ষার্থীরা শিখবে Django Templates & Static Files ব্যবহার করে একটি সম্পূর্ণ ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি, যা তাদের ক্যারিয়ারের জন্য শক্ত ভিত্তি গড়ে তুলবে।

  • Building the E-Commerce Homepage
  • Loops & Collections
  • Python OOP (For Django Models)
  • Django-Oriented Concepts
  • Django Templates & Static Files
  • ০%
  • ২৫%
  • ৫০%
  • ৭৫%
  • ১০০%

Building the E-Commerce Homepage

এই অংশে শিক্ষার্থীরা শিখবে কীভাবে একটি পূর্ণাঙ্গ ই-কমার্স ওয়েবসাইটের হোমপেজ তৈরি করতে হয়। এখানে থাকবে ন্যাভিগেশন বার, প্রোডাক্ট লিস্টিং, সার্চ অপশন এবং ক্যাটাগরি ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ ফিচার। শিক্ষার্থীরা হাতে-কলমে প্রজেক্ট তৈরি করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে। এর মাধ্যমে তারা ওয়েবসাইটের ফ্রন্টএন্ড ও ব্যাকএন্ড একত্রিত করে একটি কার্যকর ই-কমার্স সিস্টেম নির্মাণের ভিত্তি গড়ে তুলতে পারবে।

Loops & Collections

প্রোগ্রামিংয়ে লুপস এবং কালেকশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই মডিউলে শিক্ষার্থীরা শিখবে কিভাবে ডেটা রিপিটেটিভলি প্রসেস করা যায় এবং বিভিন্ন কালেকশন টাইপ (যেমন লিস্ট, টাপল, সেট, ডিকশনারি) ব্যবহার করা হয়। Django প্রজেক্টে ডেটা হ্যান্ডলিং, ফিল্টারিং এবং রিপ্রেজেন্টেশনের জন্য এগুলো অপরিহার্য। হাতে-কলমে উদাহরণের মাধ্যমে বোঝানো হবে কিভাবে লুপস ও কালেকশন ব্যবহার করে কোডকে আরও কার্যকর ও সংক্ষিপ্ত করা যায়।

Python OOP (For Django Models)

এই অংশে শিক্ষার্থীরা Python এর Object-Oriented Programming (OOP) কনসেপ্ট বিস্তারিতভাবে শিখবে। OOP এর মৌলিক ধারণা যেমন ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, পলিমরফিজম ও এনক্যাপসুলেশন Django Models বুঝতে সহায়তা করবে। Django তে প্রতিটি মডেল মূলত একটি ক্লাস হিসেবে তৈরি হয়, তাই OOP জ্ঞান এখানে অপরিহার্য। শিক্ষার্থীরা প্র্যাকটিক্যাল এক্সারসাইজের মাধ্যমে বুঝতে পারবে কিভাবে OOP ব্যবহার করে ডেটাবেস মডেল তৈরি, রিলেশনশিপ সেটআপ ও কার্যকর কোডিং করা যায়।

Django-Oriented Concepts

Django-Oriented Concepts মডিউলে শিক্ষার্থীরা শিখবে Django ফ্রেমওয়ার্কের মূল কাঠামো এবং কাজ করার ধাপ। এর মধ্যে থাকবে URL routing, views, request-response সাইকেল, middleware এবং অ্যাপ স্ট্রাকচার। এই অংশটি Django প্রজেক্ট তৈরি ও পরিচালনার জন্য একটি শক্ত ভিত্তি গড়ে দেয়। শিক্ষার্থীরা বুঝতে পারবে কিভাবে Django কে ব্যবহার করে ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন বানানো যায় এবং প্রজেক্টকে সহজে পরিচালনা ও সম্প্রসারণযোগ্য করা যায়।

Django Templates & Static Files

এই অংশে শিক্ষার্থীরা শিখবে কিভাবে Django Templates ব্যবহার করে ডাইনামিক কনটেন্ট প্রদর্শন করা হয়। HTML, CSS এবং JavaScript টেমপ্লেটের সাথে ইন্টিগ্রেট করে ওয়েব অ্যাপ্লিকেশনকে আরও ইন্টারেক্টিভ করা হবে। পাশাপাশি স্ট্যাটিক ফাইল (ইমেজ, CSS, JS) পরিচালনা ও লোড করার পদ্ধতিও শেখানো হবে। এই মডিউল শিক্ষার্থীদের একটি আকর্ষণীয় এবং ব্যবহারকারী-বান্ধব ফ্রন্টএন্ড তৈরি করতে সক্ষম করে তুলবে।

কোর্স মেন্টর

মোঃ আব্দুর রহমান চৌধুরী

মেন্টর - Django Developer

প্রশিক্ষণ দিয়েছেন : 200

মোঃ আব্দুর রহমান চৌধুরী একজন টপ রেটেড ফ্রিল্যান্সার এবং দক্ষ মেন্টর। তিনি দীর্ঘ ৭ বছর যাবৎ পাইথন প্রোগ্রামিং ভাষা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং দেশের বাহিরের স্থায়ী ক্লায়েন্টদের জন্য কাজ করে আসছেন। পাশাপাশি তিনি দেশের বাহিরের শিক্ষার্থীদেরও প্রশিক্ষণ দিয়ে থাকেন। এখন পর্যন্ত তিনি ৩২টিরও বেশি দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান "LambdaCrunch"-এ লিড Django ডেভেলপার হিসেবে কর্মরত আছেন এবং পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির মালিকানার অংশীদার ও শেয়ারহোল্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি জানেন কীভাবে একজন নতুন শিক্ষার্থীকে সঠিকভাবে গাইড করে দক্ষ হিসেবে গড়ে তোলা যায়। এখন তিনি তার এই অভিজ্ঞতাকে আরও বেশি নতুন শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দিতে চান, যাতে তারা নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারে।

কোর্সটা কি আপনার জন্য?

আপনি কি একজন শিক্ষার্থী?

পড়াশোনার পাশাপাশি আইটি কাজের বাস্তবমুখী শিক্ষা একজন শিক্ষার্থীর বর্তমান এবং ভবিষ্যতকে উজ্জ্বল করবে এবং বিভিন্ন সুযোগ সুবিধা বা কাজের সুযোগ করে দিবে এতে কোন সন্দেহ নেই। বরং পড়াশোনার পাশাপাশি অনেক শিক্ষার্থী বিভিন্ন খন্ডকালিন কাজ করতে চান। আইটি কোন কাজে দক্ষ হলে একজন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক মার্কেটে কাজ করতে পারেন এবং নিজের পড়াশোনার খরচ নিজেই বহন করতে পারেন।

আপনি কি একজন গৃহিণী?

অনেক শিক্ষিত গৃহিণী গৃহস্থালির কাজের পাশাপাশি কোন কাজ করে আয় করতে চান। কিন্তু তারা চাইলেও নানা সমস্যার কারণে কোন চাকুরী বা ব্যাবসায় যুক্ত হতে পারেন না। তাদের জন্য ফ্রিল্যান্সিং হতে পারে সবচেয়ে উপযুক্ত একটি মাধ্যম। একজন গৃহিণী আইটি দক্ষতা অর্জন করে প্রতিদিন বা সুবিধা মত সময়ে কাজ করে আয় এবং নিজের একটি পরিচয় তৈরি করতে পারেন।

আপনি কি একজন চাকুরীজীবী?

বর্তমানে চাকুরী করে অনেকেই হয়তো নিজের সকল প্রয়োজন মেটাতে হিমিশিম খাচ্ছে। অনেকে হয়তো চাকুরীই করতে চাচ্ছেন না, নিজের কিছু করতে চাচ্ছেন। অনেকে হয়তো চাকুরীর পরের সময় গুলো কাজে লাগাতে চাচ্ছেন। প্রতিদিন ৩/৪ ঘণ্টা সময় দিলে শিখবে সবাই এর যে কোন আইটি কোর্সের মাধ্যমে কাজ শিখে ফ্রিল্যান্সিং করে আপনার বাড়তি আয়ের চাহিদা মেটানো সম্ভব।

আপনি কি একজন উদ্যোক্তা?

আপনি যে কোন ব্যাবসা করেন না কেনো, আপনার বিভিন্ন আইটি কাজের প্রয়োজন হবেই। আপনার নিজের যদি ভালো কাজের আইডিয়া থাকে তবে সেটা অন্যের মাধ্যমে সফলভাবে সম্পন্ন করতে পারবেন। কিন্তু আপনি নিজে যদি কোন আইটি দক্ষতা না রাখেন, তাহলে বর্তমান সময়ে যে কোন ব্যাবসা বা নতুন কোন আইডিয়া নিয়ে কাজ করলে সাফল্য অর্জন করা খুবই কঠিন হয়ে যাবে।

শিক্ষার্থীদের জন্য বিশেষ সাপোর্ট ব্যাবস্থা

শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে বিভিন্ন টপিক ক্লাসের পরেও আরো বিস্তারিত জানতে চায়। ক্লাসে দেয়া এ্যাসাইনমেন্ট করার সময় কোন জায়গায় আটকে যেতে পারে। এই সময় একটু সাপোর্ট হলে তারা কাজ সফলভাবে সম্পন্ন করতে পারেন। আবার কোর্স শেষে ক্লায়েন্ট এর কাজ করার সময়েও সাপোর্ট প্রয়োজন হয়। তাই শিখবে সবাই তার সকল শিক্ষার্থীদের জন্য বিশেষ সাপোর্ট ব্যাবস্থার আয়োজন রেখেছে। এই সাপোর্ট লাইফটাইম সম্পুর্ন বিনামূল্যে প্রদান করা হবে।

অনলাইন লাইভ সাপোর্ট

প্রতিদিন নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীরা নির্ধারিত সাপোর্ট লিঙ্কে ক্লিক করে সাপোর্ট প্ল্যাটফর্মে জয়েন করতে পারবেন এবং সেখানে মেন্টর থাকবেন লাইভ সাপোর্ট দেওয়ার জন্য। নিজের স্ক্রিন শেয়ার করে বা স্কাইপ কলের মাধ্যমেও মেন্টর সাহায্য করবে।

অফলাইন সাপোর্ট

শিখবে সবাই এর যে কোন শিক্ষার্থী, সে অনলাইন লাইভ কোর্সের হোক কিংবা অফলাইন কোর্সের হোক। শিখবে সবাই এর যে কোন ক্যাম্পাসে সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সাপোর্টের জন্য আসতে পারবেন। ক্যাম্পাসে সাপোর্ট সেন্টারে বসে মেন্টর এর কাছ থেকে সরাসরি কাজ বুঝে নেওয়া যাবে।

আমাদের শিক্ষার্থীদের সফলতার গল্প

আমাদের শিক্ষার্থীরা কোথায় কাজ করেন?

সফল ভাবে স্কিল্ল ডেভ্লপমেন্ট এবং সফট স্কিল এর পরে আমাদের স্টুডেন্টরা পপুলার অনলাইন মারকেটপ্লেস আপওয়ার্ক (Upwork), ফাইবার (Fiverr), পিপল-পার-আওয়ার (PPH) সহ আরও অনেক জায়গায় সফল ভাবে ফ্রিলাঞ্চিং এর কাজের সাথে জড়িত। এছারাও লোকাল মার্কেটে ভালো পরিমাণ কাজের সাথেও জড়িত আছেন অনেকেই। আমাদের কোর্স গুলো ঠিক এমন ভাবে গঠিত যাতে একজন স্টুডেন্টরা অনলাইন এবং অফলাইন মার্কেটের জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারেন।

ফাইভার

নতুন শিক্ষার্থীদের জন্য ফাইভার মার্কেটপ্লেস খুবই জনপ্রিয়। কারন এখানে নতুনরা সহজেই ছোট ছোট কাজ দিয়ে নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন। এখানে কাজের নির্দিষ্ট প্যাকেজ বা গিগ করা থাকে যা ক্ল্যায়েন্ট এবং ফ্রিল্যান্সার উভয়ের জন্যই সুবিধাজনক।

আপওয়ার্ক

আপওয়ার্ক একটি বড় আন্তর্জাতিক কাজের বাজার। এখানে বড় বড় কোম্পানি গুলো আউটসোর্সিং করে কাজ করায়। আমাদের অনেক শিক্ষার্থী এই মার্কেটে টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন। তুলনামূলক এখানে কাজের মূল্য একটু বেশী পাওয়া যায়।

রিমোট জব

বিভিন্ন মার্কেটপ্লেসে ভালো মানের কাজ সরবরাহ করার ফলে আমাদের শিক্ষার্থীদের সাথে ক্লায়েন্ট এর অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। মার্কেটপ্লেসের বাইরেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ক্লায়েন্ট এর কাজ করে থাকেন আমাদের শিক্ষার্থীরা। এর ফলে অনেক ক্ল্যায়েন্ট মাসিক চুক্তি করে কাজ করায় যেটা চাকুরীর মতো।

লোকাল জব

আন্তর্জাতিক বাজার ছাড়াও বাংলাদেশেও কিন্তু আইটির বিভিন্ন কাজ থাকে। মূলত দেশীয় ছোট এবং মাঝারী ব্যাবসায়ি প্রতিষ্ঠান গুলো আউটসোর্সিং করেই কাজ করায়। আমাদের অনেক শিক্ষার্থী এরকম লোকাল অনেক কাজ করে থাকেন। এখন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সহজেই পেমেন্ট নেওয়া যায়। আবার চাইলে সরাসরি কথা বলেও অনেকে লোকাল বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন। এখানে সুবিধা হচ্ছে কাউকে কোন কমিশন দিতে হয় না যেটা উপরের সকল মাধ্যমেই প্রযোজ্য।

নিউজ কাভারেজ

প্রতিষ্ঠার পর থেকে আইটি সেক্টরে দক্ষতা উন্নয়নে সফলতার সাথে কাজ করছে দেশের শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সিং প্রশিক্ষন ইন্সটিটিউট শিখবে সবাই। এই দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি পাশে পেয়েছে দেশের স্বনামধন্য প্রায় সকল সংবাদমাধ্যমকে। শিখবে সবাই এর পাশে থাকার জন্য এবং সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য গনমাধ্যমের প্রতি রইলো কৃতজ্ঞতা।

কিভাবে শুরু করবেন?

শিখবে সবাইতে ভর্তি হতে ইচ্ছুক অনেকেই ভাবেন কিভাবে ভর্তি হবেন, ক্লাস করবেন, ক্লাসের প্রকৃয়াগুলো কি। এই প্রকৃয়াগুলো একদম সহজ এবং সুন্দর করে গড়ে তুলেছে শিখবে সবাই। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে সুন্দরভাবে তুলে ধরে হয়েছে।

আপনার পছন্দের কোর্সে পেমেন্ট করুন

আপনি যে কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, তার জন্য শুরুতেই পেমেন্ট করতে হবে। এই পেমেন্ট আপনি শিখবে সবাই এর যেকোনো অফিসে এসে করতে পারবেন। পাশাপাশি শিখবে সবাই এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি বিকাশ, রকেট অথবা নগদ ব্যবহার করেও বাসায় বসে পেমেন্ট করে মানি রিসিপ্ট পেতে পারেন। ঘরে-বাহিরে যেখানেই থাকেন না কেনো, খুব সহজেই আপনি এই প্রকৃয়া সম্পন্ন করতে পারেন।

আপনার ইমেইল চেক করুন

আপনি যদি ওয়েবসাইট অথবা বিকাশ/নগদ/রকেট ব্যবহার করে পেমেন্ট করেন, তাহলে ইমেইলে আপনার মানি রিসিপ্ট চলে যাবে। এছাড়াও আপনার ব্যাচের জন্য নির্ধারিত ফেসবুক গ্রুপ, ক্লাসের লিঙ্ক ইমেইলে দিয়ে দেয়া হবে। তাই, নিয়মিত ইমেইল চেক করুন।

নির্দিষ্ট সময়ে ক্লাস করুন

আপনাকে ইমেইলে দেয়া নির্ধারিত তারিখেই ক্লাস শুরু হবে। কোর্স করে ভালো কিছু শিখতে এবং সফল ফ্রিল্যান্সার হিসেবে গড়ে উঠতে নিয়মিত ক্লাস এবং এসাইনমেন্ট এর বিকল্প নেই। তাই, মেন্টর নির্দেশনা মেনে চলতে চেষ্টা করুন এবং নিয়মিত ক্লাস করুন।

কম্পিউটারের নুন্যতম যোগ্যতা

মৌলিক কম্পিউটার জ্ঞান: Python Django কোর্স করার জন্য কম্পিউটার ব্যবহারের প্রাথমিক ধারণা থাকা জরুরি। ফাইল ম্যানেজমেন্ট, সফটওয়্যার ইনস্টলেশন বা ব্রাউজার ব্যবহারের মতো বেসিক জ্ঞান থাকলে শেখার গতি অনেক বাড়বে। প্রোগ্রামিংয়ের প্রাথমিক জ্ঞান: Python এর বেসিক যেমন ভ্যারিয়েবল, লুপ, ফাংশন সম্পর্কে ধারণা থাকলে শিক্ষার্থীরা Django আরও দ্রুত বুঝতে পারবে। তবে উন্নত লেভেলের প্রোগ্রামিং জানা বাধ্যতামূলক নয়। HTML, CSS ও বেসিক ওয়েব ডেভেলপমেন্ট: ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি শেখার জন্য HTML ও CSS এর মৌলিক ধারণা থাকলে তা অতিরিক্ত সহায়ক হবে। এতে Django টেমপ্লেট ও স্ট্যাটিক ফাইল সহজে আয়ত্ত করা যাবে।

যোগাযোগ করুন

আপনার কোন প্রশ্ন থাকলে বা কোন কিছু জানার থাকলে নির্দিধায় নিচের ফর্মটি পূরণ করুন। আমাদের দক্ষ প্রতিনিধি আপনাদের সকল প্রশ্নের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। মাঝে মধ্যে আমাদের প্রতিনিধি রা ব্যাস্ত থাকার কারণে আপনার প্রশ্নের উত্তর পেতে দেরি হলে আমরা তার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। ততক্ষণে আপনি আমাদের ফেইসবুক পেইজ এবং ফেইসবুক গ্রুপ দেখতে থাকুন।